বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে দুরারোগ্য আক্রান্তদের অনুদানের চেক বিতরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে দুরারোগ্য আক্রান্তদের অনুদানের চেক বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৩ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীবরদীর আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি থেকে রোগীদের হাতে চেক তুলে দেন শেরপুর-৩ আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানসহ গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা। 

উল্লেখ্য, বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ১০ জনের প্রত্যেকের মধ্যে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

টিএইচ